"বিশ্বাস বড়ো কঠিন তাকে প্রতিষ্ঠিত করা"
সত্যিই জীবনে পারিনি কাউকে বিশ্বাসের মঙ্গলসূত্র গলায় পরিয়ে দিতে।
জন্মের পর থেকেই আমার পান্ডুলিপি মিথ্যে হয়ে ঢুকেছে মানুষের হৃদয়ে ।
জানিনা ঈশ্বর কেন এমন হয় আমার সাথে ?
কেন?
পরমাণু বোমার মত আমার হৃদয়টা ফেটে যায়
আমারও ভীষন কষ্ট হয়।
কত কত বার আমার মনের কবর দেব নিজহাতে।
বলো ঈশ্বর
বলো...
পৃথিবী ঘুরপাক খাওয়ার আগেই আমিই ঘুরপাক খাচ্ছি
পাগলের পঞ্জিকায় হয়তো ডুবে যাবো।।
আর না
আমি চীনের পাঁচিলের থেকেও
বড়ো পাঁচিল দেব যেন কেউ আমার হৃদয়ে প্রবেশ করতে না পারে।
আমি এইই ভাবেই ঘুরে যাবো মস্তিষ্কহীন শহরে
আর কোনো বাঁধনবদ্ধ সংঘাতে ডুববো না।
ভালোবাসা বা প্রেম নামক রোগ চাপা থাকুক মিথ্যে প্রভাতীর হৃদয়ে।
আমার মনো বৃন্তে না ফুটুক আর কোনো বিশ্বাসী ফুল।
হে ঈশ্বর কেনই দিলে,
কেনই দিলে আমার রক্তে শব্দ অক্ষর?
বারংবার ফুটিয়ে তুলি সমাজের মঙ্গলে।
তবুও এ সমাজের মানুষ বুনো জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে আমার দিকে ।
তারপর দুমড়ে মুচড়ে চূর্ণ-বিচূর্ণ করে দেয় আমকে।
আমার হৃদয় কি কোনো রঙিন বেলুন?
যখন তখন যে যা কুৎসা অপবাদে ফুটো করে
দেবে।
আর পারছি না
মৃত্যু যেন বিকশিত হচ্ছে অঙ্কুর থেকে।
আমার নামে ভালবাসা তো কুয়াশাচ্ছন্ন।
কারো হৃদয়ে থাকে না আমার জন্য সত্যের ছিটেফোঁটা।
হয়তো সেসব মানুষ মানবীর সত্যের আগুনে ব্যর্থ।
আমার নামে যারা মিথ্যে রটনা ছড়িয়ে
আমাকে ধ্বংসস্তূপ বানাতে চেয়েছেন।
আমার অন্তস্থল থেকে অভিনন্দন,
আমার নামে এমন রটনার উঠিয়ে ভালো থাকবেন।
রচনা–বিপ্লব দাস
তাং–২১/১২/২০২২