আকাঙ্ক্ষা
বিপ্লব দাস
কোন একদিনের আলোতে চলে যেতে হবে ,
বা অন্ধকারের নির্বাক
বেনুনির জাল ছিঁড়ে।
হে ঈশ্বর...
একবার আমায় এই পৃথিবীর সুস্থতা দেখিতে দিও।
আমার অভিযোগ অগণিতবার তোমার দ্বারের পাথর চূর্ণ-বিচূর্ণ করেছে।
একবার চক্ষু মেলে চুম্বন করো,
সুখ আলোর বৃষ্টি হোক।
নরম হৃদয়গুলো ধুম্রবর্ণে ফুটে উঠেছে,
মানুষ কত নিয়মের পান্ডুলিপি মুখস্ত করে সিদ্ধরত হয় ।
তবু নিজের শুভ্রতা ডুবে থাকে অতল আঁধারে।
আঘাতে আঘাতে আমার ধৈর্যের ওজন বাড়িয়ে দিচ্ছ দাও
হে প্রভু...
আকাশ ছোঁয়া আমার আকাঙ্ক্ষা প্রশ্নের দাবানলে জ্বলছে।
তোমার নিপুন হাতে গড়া জগতের হৃদয়গুলো
আমার হৃদয়ে আটকে থাকে।
হয়তো একদিন এই ঘর থেকে ও ঘরে যেতেই আমার প্রাণ থাকবে না ,
ছন্দপতন হবে,
তা হোক...
তবুও আমি থেকে যাব সৃজন শিখায়।
তার আগে যে আমার আকাঙ্ক্ষার ধোঁয়া ছুঁয়ে ফেলেছে তোমার দরবার,
সেই অভিযোগ ভুলে যেও না।
সর্বত্র হাসির তুষারে প্রাণী কুলের মুখশ্রী গুলো দেখতে দিও।
সবাই চিৎকার করে করে বলে উঠবে– কোথায় থেকে এত খুশির বাঁধ ভেঙেছে
সমস্ত খবরের কাগজ,পত্র পত্রিকা, চ্যানেল খুশির হোডিং এ ভরে উঠবে।
আমাকে তো একদিন চলে যেতে হবে,
তবু কোনো কালে ধিক করে জ্বেলে উঠবে আকাঙ্ক্ষা ,
আমার এই সত্যতা।।
রচনা–বিপ্লব দাস
তাং–২৯/১০/২০২২