অন্ধকার
        বিপ্লব দাস

সময়ের পাহাড় ভেঙে নেমে
               এলে–
       ফুলের বাগানে।
তুমি ছিলে রাগী ভোমরা,
তোমার কথা জৌলুসে
পৃথিবীতে লাগছিল বড্ড অসহায়।
আমার জন্য বুঝি ভালোবাসা ঝরে গেছে
ধূলো হয়ে।
সন্ধ্যার বুকে দাঁড়িয়ে থাকা আমিই সেই বোবা পথিক,
     মানুষ দেখলে ছুটতে      
            চাইতাম।

কিন্তু হঠাৎ ঈশ্বরের জাদুবলে
তোমার বয়স কমে গেল,
শিশুর মত কাঁদতে দেখলাম
প্রথম তোমায়,
    প্রিয় হারানোর বেদনায়।
  বুঝলাম   মন মাটি হয়ে যায়নি,
আমায় ফুল চিনেই আলতো ভাবে বসলে হৃদয়ে।
      তারপর বৃষ্টির মত ঝরতে
        থাকলো বেঁচে থাকার
           আকাঙ্ক্ষা।

এখন  তো ভোঁ ভোঁ  করে
    উড়ছো আকাশ ভেবে
       আমার ঠিকানায়।
ভাবলে অবাক লাগে,
তোমাকে না পাওয়ার আগে,
    দৃশ্যের ওপারে ছিলাম
             আমি অন্ধকার।


রচনা–বিপ্লব দাস
তাং–২১/০৩/২০২৩