_"অনামী ফুল_ "
বিপ্লব দাস
অজানা ফুলটাও এক সময় জানা ফুলে রূপান্তরিত হয়।
যার ছিল না নাম,
যার ছিলনা গন্ধ ,
যার ছিল না কবিতাময় জীবন,
শুধু ছিল একটু যার মায়াবী সৌন্দর্য।
যাকে মনে মনে নাম দিয়েছিলাম পুরো জীবন,
যাকে মনে মনে আমার হৃদয় তারই হৃদয় ভেবেছিলাম,
এক আকাশ স্বপ্ন শুধু তাঁকে ঘিরে আজ
সেইজন্য প্রতি মুহূর্ত গন্ধ মম করে।
ধীরে ধীরে সেই অনামি ফুল আমার মনো সঙ্গী হয়ে ওঠে।
কেউ কেউ বলে জীবন সুন্দর না,
সমস্ত সম্পর্কই যেন অন্ধকারে ইতি টানে।
কিন্তু আমার একথা মনে হয় না।
এই প্রিয়তম শহরে প্রিয় অসুখ হয়ে ছেয়ে আছো তুমি ।
তবু দেখা শব্দখানি বা কবিতাখানি ডুবে থাকে নর্দমায়।
অবশেষে অনামী ফুলের সঙ্গে প্রণয় হয় আমার কবিতা জীবনে।
ও মেয়ে তুমিও অনামী ফুল হয়ে যাও
আমি তোমায় খুঁজে নেব।
রচনা–বিপ্লব দাস
তাং–২৭/১২/২০২২