"আকাশ ছোঁয়া ভুল"
বিপ্লব দাস
আমার কবিতার একটি লাইনও মনে নেই তোমার।
ভয় পেয়ে উড়ে যাওয়া পাখির মত দ্রুত ভুলে গেছো আমার
সমস্ত কথা,
আমাকে মনে পড়া অসুখে একটি দিনেরও তোমার হতাশা নেই।
তুমি ভালো আছো, অসম্ভব সুন্দর হয়ে আছো, মনে হয় কিছু হারাওনি, সব ঠিক ঠাক গোছানো সব ক্যালেন্ডারের পাতা জুড়ে
যেমন থাকে ঠিক তেমনি।
তোমাকে দুশ্চিন্তা, বিষাদ এখনো ঘিরে ধরেনি,
শূন্যতা কতটা ভয়ংকর তুমি জানো না
সহজে গোধূলি বিকেল, উদাস দুপুর, সন্ধ্যার অলিগলি, গাঢ় রাত,নিজস্ব রুপালি নিয়ম,
কবিতাময়ী পুরোটা মানচিত্র।
সেখানে আমার কোনো আয়ু রেখা নেই, দিনের বুকে ছাপ নেই, কোনো গানের সুর নেই।
তোমাকে ভালো থাকতে দেখে অসহ্য লাগে,
তোমাকে ভালো থাকতে দেখে ঈর্ষা হয়,
ছাই হয়ে যাই তোমার
হাসির আগুনে,
আফসোসের ক্ষুধা বেড়েই চলে,
অন্তরআত্মা কুচি কুচি কাগজ রূপে উড়তে থাকে অস্থির শহরে।
তোমাকে এসব অভিধান জানতে দেওয়াই ছিল আকাশ ছোঁয়া ভুল।
একটা গোলাপ, নির্জনে স্মৃতির রং, একশত ব্যর্থ অভিমান দিন শেষে তোমাকেই, পথে কিছুটা ক্ষণ,হাত ধরা ক্যাডবেরি স্বাদ,অন্য সংসার নামের আলোচনা
সব যেন বল পড়া কলমের সাক্ষ্য।
তুমি ভালো থেকো চেনা শহর নিয়ে,
জানা–অজানা ফুলের গন্ধ নিয়ে,
না ফুরোনো সুখপাহাড় নিয়ে।
আমি তোমার জ্বর নিয়ে কাটাবো ডুবে ডুবে ,
অচল ঘড়ির নিয়মে,
দীর্ঘ সাঁতারেও হাঁপিয়ে যেতে পারি,
পৃথিবীর অন্ধকার দেওয়ালে চেপে রাখি অন্তরের কথা না বলে,
কোনোদিনই যেন না পৌঁছতে পারি তোমার নিকটে।
তুমি ভালো থেকো,
খুব ভালো থেকো,
রচনা–বিপ্লব দাস
তাং–২/৩/২০২৪