তোমার ঘামেই ফুটিয়াছে ফুল
         জাগিয়াছে তরু বনে
    তোমারই ঘামের অট্টালিকায়
           নিদ্রায় মহাজনে।

     তোমার ঘামেই ফসলের মাঠ
         ভরিয়াছে সোনা ফলে
     তোমারই ঘামে গড়িছে শাসক
         তোমায় মারিছে ছলে।

          ওরা সুদখোর-মহাজন
তোমার শ্রমেই তোমাকে করিছে শোষণ
          ওরা জালিম-দুশমন
তোমার শ্রমেই করিছে পৃথিবী শাসন।

       তুমিই শ্রমিক, তুমিই মানুষ
          ধরণী তোমারই দান
      তোমার শ্রমেই যুগে যুগে তুমি
           হইয়াছো মহীয়ান।

....................
১লা মে, ২০২০।