আমি তোমাকে ছুঁয়ে দেখতে চেয়েছি বহুবার
তবু অস্পৃশ্যই রয়ে গেছো আজও।
আমার শখের বলপেন আর ডায়েরিতে
তোমাকে সাজিয়েছি সহস্রবার--
কবিতার পঙক্তিতে--কখনো আফ্রোদিতি, কখনোবা প্রিয়ংবদার বেশে;
নাটকের সংলাপে-- কখনো বেশ্যা, কখনোবা প্রেমিকার বেশে;
তোমাকে সাঁজিয়েছি কম্র রুপে উপন্যাস আর ছোটগল্পে--
তবু অতৃপ্তই রয়ে গেছি বারবার,
তোমাকে ছুঁয়ে দেখা হয় নি আজও।
বসন্তের প্রথম বাতাস, শরত ভোরের শেফালি, গ্রীষ্মের বৃষ্টি সন্ধ্যা, শীতের শূন্যতা, রাতের প্রতিটা প্রহর----
সর্বাংশে তোমাকেই পেয়েছি;
তোমাকে পেয়েছি প্রেমিকের বেশে, কখনো প্রভুর বেশে,
কখনোবা ধর্ষকের বেশে।
তবু ছুঁয়ে দেখা হয় নি আজও।
শত শত পুরুষের দৃষ্টিতে প্রতিদিন  দূষিত হয় তোমার শরীর,
আত্ম দর্শন থাকে মদের পেয়েলাই,
ক্ষত বিক্ষত দেহে তবু শাশ্বত প্রতীক্ষা;
অস্পৃশ্যই থেকে যাও তুমি।

তোমাকে ছুঁয়ে দেখতে চাই সৃষ্টিতে ও চেতনে,
তোমাকে ছুঁয়ে দেখতে চাই চিত্তে ও মননে।
নশ্বর শরীর শুধু মোহোবিষ্টই করে--
আমি লীন হতে চাই তোমার আত্মায়--
তোমাতেই অবগাহন করতে চাই, নারী।

.............................
১৯শে মে, ২০২০।