কোন এক স্নিগ্ধ অমত্ত ভোরে
হাতে হাত রেখে হেঁটেছি দুজন মল-চত্ত্বর ধরে;
কৃষ্ণচূড়া বিছিয়ে রেখেছিল লালগালিচা ভোর,
বোকা হাসিতে খুলেছিলি তোর লাজুক রাঙ্গা দোর।
কাঁঠালচাপা, শিউলি কুড়িয়ে প্রতীক্ষায় ছিলি তুই
উৎসুক মনে হয়নি কেনা গোলাপ, বেলী আর জুঁই।
তোর শহরের অন্তরীক্ষে হঠাৎ আলোর মন্দা
তোর পাশে দাঁড়িয়ে দেখেছি বর্ষণস্ন্যাত সন্ধ্যা।
হঠাৎ হঠাৎ নীরদ গর্জনে কেঁপে উঠেছিল মন
তোর ভরসার বুকের জমিনে জড়িয়েছিস কিছুক্ষন।
এলোমেলো পথে হেঁটেছি দুজন,গেঁথেছি কথার মালা
বুঝতে পারিনি এসেছে কখন শেষ বিদায়ের পালা!
সেই থেকে আজও কেটে গেছে কত নিদ্রাহীন রাত,
মল-চত্ত্বর থেকে আবার কবে আসবে তোমার ডাক?