আমি এখন শব্দ শ্রমিক, শব্দ নিয়ে খেলা
লিখে রাখি আমার প্রতি তোমার অবহেলা।
সময় জুড়ে সৃষ্টি করি দেয়াল ভাঙার কাব্য
     শব্দ ভাঙ্গি শব্দ গড়ি শব্দ করি জব্দ।
এখন আমার হাতের মুঠোয় রোদ-বৃষ্টি-পাহাড়
তোমার জন্য জমিয়ে রাখি বিষণ্ন এক আঁধার।

বিপ্লব কুন্ডু
২০২০০৭৩০।