মহা প্রলয় উঠেছে পৃথিবীতে আজ
দিশাহীন মানুষ; মুক্তির পথে ঘোর অমানিশা,
প্রস্তরখন্ড গিলে খাচ্ছে শ্যাওলায়;
নির্জন রাস্তায় যতদূর চোখ যায় শুধু কিছু রুগ্ন কুকুর,
মোহের নগরীর আর্তনাদ শুষে নিচ্ছে ইটের দেওয়াল,
মুখোশের আড়ালে বন্দী মানবতা,
বিষাদে কাটছে প্রহর; কোথাও কেউ নেই।
বাড়ির উঠোন দখল নিচ্ছে অশ্বথ-বট,
প্রদীপের আলোয় জ্বলছে চিতা,
গোধূলির রং গিলে খাচ্ছে নির্মম সময়,
চারিধারে শুধুই শুন্যতা; কেউ নেই কোথাও।
আদিগন্ত শোনা যায় মহাকালের পদধ্বনি,
এপারে পৃথিবী সবুজ, ওপারে বেওয়ারিশ লাশ
একদিন আমিও চলে যাবো-
শেষ হবে এই নির্বাসিত জীবন।
৩রা মে, ২০২০।