ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত ১২.৩০
হঠাৎ টেলিফোনটা  বেজে  উঠলো, ও প্রান্তে পুরুষ কন্ঠ;
আহত প্রেমিক বললে ভুল হবে, ক্ষুধার্ত এক ধুর্ত শিয়াল;
সুপ্তা নামের কোন এক নারীকে খুনের কন্ট্রাক্ট দিতে চায়।
আমার পরিচয়---
আমি কিলার, এই শহরের এক সিরিয়াল কিলার,
এই ঘুমন্ত শহরের বুকে জেগে থাকা এক নিশাচর।
এটাই আমার শেষ কিলিং কন্ট্রাক্ট, প্রথম কোনো নারী;
ঠিকানা- ধানমন্ডি ১০, ঢাকা। বাড়ি নং---০০০০;
আজ ১লা এপ্রিল, আজই হবে আমার শেষ কিলিং মিশন;
রাত্রি ১.৩০, ঘুটঘুটে অন্ধকার, আকাশে মেঘের তান্ডব;
বাড়ি নং- ০০০০, টার্গেট ঠিক করলাম, এবার অপেক্ষা----
হঠাৎ মৃদু আলোয় দেখতে পেলাম কোন এক স্বল্প বসনা নারী
সুচিক্কণ অবয়বে ঠিক যেন কাঁচা হলুদের ছটা,
নিতম্বের  শেষপ্রান্ত  ছুঁয়েছে  তার  কেশকলাপ,
অঙ্গুলি যেন বসন্তে সদ্য জন্ম নেওয়া কোন পুষ্পতরুর কেশালয়,
অধরযুগলে ফুটেছে কোন নিষ্পাপ লাল গোলাপ,
পৃথিবীর সব প্রেম জমে আছে তার দুচোখের কৃষ্ণ গহ্বরে;
এ কোন নারী নয়, ঠিক যেন কোন এক ঈশ্বরী।
সেদিন থেকে আমি প্রেমিক হয়ে গেলাম;
কোন এক ঈশ্বরীর হাতেই একদিন খুন হতে চাই।

............................
বিপ্লব কুন্ডু
২০২০০৭২৭।