বেসামাল আজ পূর্ণিমা, বেরসিক আজ চাঁদ
তাঁরায় তাঁরায় খুনসুটি দেখি- কাটে নির্ঘুম রাত।
ঝিরি-ঝিরি হাওয়াই মৃদু স্পন্দন;
আর হাসনাহেনার ঘ্রান
বুদ হয়ে থাকি নেশায়, করি স্মৃতির আলিঙ্গন।
জোসনার আলোয় ভেসে যাই আমি
ভেসে যাই স্মৃতির শহর।
ওরা বাধ মানে না, বোঝে নারে মন-
হৃদপিন্ড খাই কুড়ে কুড়ে,বারে বারে দেয় হানা
করে স্মৃতির উদগীরণ।
মনে পড়ে আজ বারেবারে শুধু শেষ বিদায়ের ক্ষন,
বিবর্ন সেই কৃষ্ণচূড়া আর আমার নির্বাসন।
তুমি ছিলে নির্বাক, আমি হতবাক
কত শত অশ্রুকনা লুকিয়েছি বারবার
চলে গেছাে তুমি, দেখেছি দাঁড়িয়ে আমি নির্বিকার।
স্মৃতির শহরে আজ তুমি ভালবাসার ফেরিওয়ালা
ভালবাসা করাে ফেরি, নেই স্বপ্নের পথ চলা।
জানি হবে নাকো বাধা ঘর
তুমি বেদুইন, তুমি যাযাবর।
আজ পরাজিত তুমি, আমি শুধুই ইতিহাস।
তুমি কলুষিত নারী, খুঁজো আমাতেই তোমার আবাস।
আজ তুমি ক্রন্দন, আমি উল্লাস
তোমার সর্বনাশের সাথেই আমার সহবাস।
স্মৃতির শহরে আজ বসেছে স্মৃতির মেলা
কে বলে? এ শহর যান্ত্রিক, প্রাণহীন
ভালবাসা নেই কোথাও!
ভালবাসা আছে- আজ দাঁড়িয়ে থাকে রাস্তায়
ভালবাসা করে ফেরি, দেনা-পাওনার হিসাবেই কাটে বেলা;
ওরা সব ভালবাসার ফেরিওয়ালা।
২৭শে মার্চ, ২০১৮
বয়রা, খুলনা।