চাঁদ দ‌েখব‌ি বল‌ি বায়না ধর‌েছিলি
কথা দ‌িয়েছিলাম, একদ‌িন ত‌োক‌ে চাঁদ দ‌েখাব‌ো
জ‌োসনার সাথ‌ে গল্প করাব‌ো,
ঝিঁঝি প‌োকার গান শ‌োনাব‌ো।

নদীর পাড়‌ে হাঁটব‌ি বল‌ে পড়ন্ত বিকাল‌ে ক‌ি বায়নাটা না ধর‌েছিলি!
কথা দ‌িয়েছিলাম একদ‌িন ত‌োকে নদীর তীর‌ে ঘুরত‌ে ন‌িয়ে যাব‌ো,
ড‌‌িঙ্গি ন‌ৌকায় কর‌ে ঘুর‌ে ব‌েড়াবে‌া,
কাশ ফুল‌ের সাথ‌ে পর‌িচয় কর‌িয়ে দ‌িবো।

বায়না ধর‌‌েছিলি ত‌োক‌ে ন‌িয়ে একটা গল্প ল‌িখত‌ে-
য‌ে গল্প‌ের নায়‌িকা হব‌ি তুই
শ‌েষ দৃশ্যপট‌ে থাকব‌ে ত‌োর অন্ত‌িম ব‌িদায়।

আজ বড্ড ত‌োক‌ে নিয়ে চাঁদ দ‌েখত‌ে ইচ্ছা হয়,
নদীর তীর‌ে হাঁটত‌ে ইচ্ছ‌ে হয়,
ইচ্ছ‌ে হয় ত‌োক‌ে ন‌িয়ে গল্প লিখত‌ে।

শুধু তুই ন‌েই আছ‌ে ত‌োর ইচ্ছ‌ে সকল
গ্রাস কর‌েছে ত‌োক‌ে ন‌ি‌ষ্ঠুর মহাকাল।

১৬ই মার্চ, ২০১৮
সোনাডাঙ্গা, খুলনা।