এই সভ্যতা ছেড়ে একদিন ফেরারী হবো
দল ছুট কিছু সাদা মেঘেদের সাথে; পরিযায়ী পাখিদের ভীড়ে ডানা ঝাপটাবো- আকাশের নীলিমায়।
সীমাহীন শূন্যতায় ঘুরে ঘুরে একদিন প্রৌঢ় হবো,
সেদিন না হয় পাহাড়ের কোলেই আশ্রয় নেবো;
তারপর, একদিন নি:শেষ হয়ে যাবো;
মিশে যাবো অসীম সাগরের বুকে।
পুঞ্জীভূত অভিমানের খেয়া নিয়ে একদিন তুমি এসো-
তুমি এসো ভেজা দৃষ্টি নিয়ে;
এক ফোটা অশ্রু দিয়ো আমার অসীমে;
এভাবেই আমরা থেকে যাবো নষ্ট আলিঙ্গনে; কালজয়ী হবো।
তবু কালো মেঘ হবো না, কালো মেঘ গুপ্ত ঘাতক হয়!
২৫শে জুন, ২০২০
শালবাগান, রাজশাহী।