তোমার না থাকায় তবু থেকে যাও তুমি
সকাল সন্ধ্যা জুড়ে
তুমি থেকে যাও অভিমানে লেখা তোমার
ছিন্ন পত্রের ভীড়ে।
তুমি থেকে যাও বিষণ্ন দুপুর অলস সন্ধ্যা বেলায়
তোমাকেই পাই রাত্রি জুড়ে জোনাকি-তারার খেলায়।
তুমি থেকে যাও প্রথম আলোর প্রতিটি পৃষ্ঠা জুড়ে
তোমাকেই পাই রবিঠাকুরের ঘরোয়া গানের ভীড়ে।
তুমি থেকে যাও রোদ্দুর মাখা বৃষ্টি ঝরা দিনে
তোমাকেই পাই রাতজাগা কোনো উদ্দাম সমিরণে।
তুমি থেকে যাও সন্ধ্যা প্রদীপ শঙ্খ-শাঁখের শব্দে
তোমাকেই পাই প্রেমিক কবির অনিন্দ্য কোন কাব্যে।
তুমি থেকে যাও পথের ধুলায় যে পথ নিয়েছে তোমায়
তুমি থেকে যাও পুষে রাখা আমার নিবিড় নিঃসঙ্গতায়।
তোমার না থাকায় তবু থেকে যাও তুমি
অগোছালো শাড়ির ভাঁজে
তোমাকেই পাই ধূপের গন্ধে রক্ত জবায়
সারাটি সকাল সাঁঝে।
বিপ্লব কুন্ডু
২০২০০৮১৮।