আর কতকাল লাশের প্লাবন সবুজ ক্ষেতে?
আর কতকাল প্রলয় নিশান বইবো বুকে?
আমজনতা মরবে ধুঁকে আর কতকাল?
কাঁদবে স্বজন মৃত্যু শোকে আর কতকাল?
আর কতকাল মিথ্যে স্লোগানে মর্মক্ষত?
আর কতকাল দাবির কাছে মাথা নত?
আর কতকাল চার দেওয়ালে নষ্ট সকাল?
আলিঙ্গনে কাটবে ভীতি আর কতকাল?
আর কতকাল চোখের ক্ষুধায় ভ্রষ্ট মানুষ?
আর কত চাও এবার তোমার ফেরাতে হুঁশ?
আর কতকাল ঠাকুর তোমার ভুলের কৃত্য?
আর কত প্রান দিলে খুশি তোমার ভৃত্য?
আর কতকাল স্বপ্ন হরন? বন্ধ্য করণ?
আর কতকাল অবহেলায় আমার মরণ?
আর কতকাল ঝরবে পথে রক্ত পলাশ, কৃষ্ণচূড়া?
খোপার চুলে পরিয়ে দিবো ফুলের জোড়া আবার কবে?
আর কতকাল শূন্য রবে বটমূলের মিলন মেলা?
প্রভাত বেলা সুরের খেলা আবার কবে?
আর কতকাল ছিন্ন রবে সাগর পাড়ে সূর্য স্নান?
সূর্য ডোবায় নামবে আাঁধার তোমার চোখে আবার কবে?
আত কতকাল বৃষ্টি বিলাস বারান্দাতে?
হাঁটবো দুজন বৃষ্টি মাথায় প্যারিস রোডে আবার কবে?
আর কতকাল মৃত্যু প্লাবন? শ্মশান দাহন;
আর কত ভয় বন্ধ চোখে? রাত্রি দহন;
মৃত্যু ঠিকই মৃত্যু আছে বদল শুধু ধরণ,
দিবা-রাত্রি মানবিকতা হচ্ছে শুধু হরণ।
----------------------------------------
২৩ শে জুন, ২০২০
শালবাগান, রাজশাহী।