মানুষ তুমি অহংকারী, লোভের বশে মত্ত
হত্যা করেই পেয়েছ তুমি ইতিহাসে অমরত্ব।
ভূমি দখল, রাষ্ট্র দখল, হরণ করেছ নারী
যুগে যুগে তুমি মারনাস্ত্রের করেছ পাল্লা ভারী।
হত্যা করেছ ক্ষমতার মোহে অবুঝ দুধের শিশু
কি দিবে জবাব? প্রশ্ন করলে তোমার স্রষ্টা যীশু।
হত্যা করেছ ক্ষমতার লোভে, হত্যা করেছ মোহে
হত্যা করেছ লুটেরা হয়ে, হত্যা করেছ দ্রোহে।
ধ্বংস করেছ সবুজ জমিন, গড়েছো অট্টালিকা
ধ্বংস করেছ তরু-নদী-মাঠ, ভেবেছো প্রকৃতি বোকা।
কি পেয়েছ, খুনী হিকস্? অমরত্ব?
চার দেয়ালে বন্দী কেন? কার দাসত্ব?
কোথায় তোমার AS50? কোথায় এটম বোমা?
মুখোশ ছেড়ে যুদ্ধ করো, নয় চেয়ে নেও ক্ষমা।
শ্রেষ্ঠ বলো নিজেই তুমি, নাকাল কেন আজ?
তোমার উপর ছড়ি ঘোরাই এক অদৃশ্য ভাইরাস!
মানুষ, তুমি মানুষ হবে কবে?
দম ফুরালে তবে?
8ঠা জুন, ২০২০
শালবাগান, রাজশাহী।