আমার এমন কেউ থাকুক
সকাল হলেই চুল ভেজানো জল মেখে গায় আদর করে ডাকুক
রোদ গুলো সব আড়াল করে আমায় ছুঁয়ে থাকুক ।
আমার এমন কেউ থাকুক
যখন তখন আমার সাথে দস্যিপনায় মাতুক
ইচ্ছা হলেই হাসুক, ইচ্ছা হলেই কাঁদুক
লাল টিপ আর নীল শাড়িতে আমার কাছে আসুক
আঙ্গুল মাঝে আঙ্গুল ছুঁয়ে ভেজা রাস্তায় হাঁটুক।
আমার এমন কেউ থাকুক
বউ কথা কও ডাকলেই যেনো আমার কথা ভাবুক
আমায় লেখা মনের কথা বইয়ের ভাঁজে রাখুক
বৃষ্টিভেজা সন্ধ্যা বেলা শুধুই আমার কথা ভাবুক
উদম হাওয়াই আমার চোখে লাল কৃষ্ণচূড়া দেখুক।
আমার এমন কেউ থাকুক
আমার চোখে দৃষ্টি রেখে সে মনের কথা বুঝুক
হঠাৎ হঠাৎ অভিমানে চোখের কাজল ভিজুক
প্রতি ভোরে আমার জন্য শিউলি কুড়ায় রাখুক
রাত্রি ভর বুকের মাঝে মুখ গুজিয়ে রাখুক।
আমার এমন কেউ থাকুক
আমায় একটু বেশিই ভালোবাসুক
আদর করে আমায় একটা ছোট্ট নামে ডাকুক।
আমার এমন কেউ থাকুক ।
বিপ্লব কুন্ডু
২০২১০৬০৮।