"সুখ" শব্দ ক্ষুদ্র শব্দ নিছকই একটি বিশেষন
অথচ এরই অন্বেষণ বিশ্ব জুড়ে সর্বক্ষন।
সুখ বলতে কেউ বোঝে অর্থ আর বিলাসিতা।
কারও কাছে সুখ কেবল জৌলুস আর রাজকীয়তা।
কারও কাছে সুখ হয়ত আকাশ কুসুম কল্পনা
কারও সুখ অস্থায়ী মিলিয়ে যাওয়া জলের আল্পনা।
কেউ আবার আত্নসুখেই খুঁজে পায় সর্বসুখ।
কেউবা সুখের অন্বেষনে ইহ জগৎ বিমুখ।
সুখ খোঁজে কেউ দুঃখের মাঝে জীবনের অভিঘাতে
কেউ বা সুখী প্রসাধনী আর রুপ লাবণ্যতে।
ঝিনুকের বুকে মুক্ত খুঁজে সুখ পায় কেউ কেউ।
কেউ ভাবে সুখ না খোঁজাটাই বরং সবচেয়ে শ্রেয়।
কারও সুখ নীরবতায় নিসর্গ প্রকৃতির টানে
কেউ বা সুখ খুঁজে পায় রবি ঠাকুরের গানে।
কারও কাছে সুখ মানে দিনের শেষে কবিতা লেখা।
কারও সুখ অপলক নয়নে অনন্ত প্রকৃতি দেখা।
কারও সুখ গ্রাম্য পথ মেঠো বাঁশির সুর
কারও সুখ চাঁদের আলো কিংবা ভবনার রোদ্দুর।
কারও সুখ সরস্বতী কারও বা লক্ষ্মী
কারও সুখ শক্তিতে কেউবা উন্মুক্ত পক্ষী।
কারও সুখ রঙ তুলির একে ফেলা জীবনে
কেউ সুখী দক্ষিন হাওয়ায় উদাসী বাউল মনে।
আত্মসুখে ব্যস্ত সবাই ব্যস্ত নিজের খুশিতে।
মানুষ কবে সুখ খুঁজবে বিষন্ন মুখে হাসি ফোটাতে।