বহু প্রতীক্ষিত,রক্তস্নাত স্বাধীনতা বিকিয়ে দেওয়ার জন্য তো নয়!
মুক্ত কর ভয় মেরুদণ্ড শক্ত কর হবেই হবে জয়।
হিংস্র দাঁত আর নখ নিয়ে আজও ঘুরছে সাম্রাজ্যবাদী শাসকের দল
চারিদিকে আজ তারই হট্টোগোল তারই কোলাহল।
ঔপনিবেশের ছত্র ছায়ায় ঢাকছে সমাজ ঢাকছে জীবন
অপরিকল্পিত অবিন্যস্ত ব্যাঙের ছাতার মতন।
সুদৃঢ় কর মন লৌহ বিগলিত ইস্পাতের মতন
শক্ত কর যেন শত আঘাতেও না ধরে ভাঙন।
বহু প্রতীক্ষিত, বীরোচিত স্বাধীনতা ভয়ের কাছে নত মাথা করবার জন্য তো নয়!
ছিনিয়ে আন জয় পরাক্রমী সিংহের মতন হিংস্র থাবায়
ছিন্নভিন্ন কর অত্যাচারী মাথা স্বরণ করে বীর গাথা স্বমহিমায়।
নিপীড়িত হতে হতে ভুলে গেছ কি স্বাধীনতার মানে?
ঘুরে দাঁড়াও আত্মবিশ্বাসে আত্মপ্রত্যয়ে অনুরননে।
ভুলে সকল লাজ ঘুরে তোমাকে দাঁড়াতেই হবে আজ।
বহু কষ্টার্জিত এই স্বাধীনতা অহেতুক ক্রন্দনের জন্য তো নয়।
ওঠো জাগো আত্ম শক্তিতে হয়ে ওঠ বলীয়ান্ বাঁচাও দেশ মাতৃকার সম্মান।
স্বাধীনতা মানে মুক্তির স্বাদ রক্তের দাগ গোলা বারুদে লেখা জীবনের ইতিহাস।
ফাঁসীর মঞ্চে গেয়ে গেছে যারা জীবনের জয় গান,
মৃত্যুকে তুচ্ছ করে সপেছে যারা নিজ আত্মা নিজ প্রান
তাদের জানাই বীরোচিত সম্মান শত কোটি বিনম্র প্রণাম।
এই রক্ত স্নাত পরাক্রমী স্বাধীনতা ভূলুণ্ঠিত হওয়ার জন্য তো নয়।
ওঠো জাগো হবেই হবে জয়। সুনিশ্চিত জয়...