শতসহস্র পদচিহ্ন অঙ্কিত এ বুকে,
রয়েছে অসহনীয় দগ্ধ ক্ষত।
তবুও চলার অনাবিল আনন্দ দিয়ে
ব্যস্ত আমি অবিরত।
ক্রমাগত ঘটছে অজস্র রক্তপাত,
সঞ্চিত কত দ্বগ্ধ হিংস্র বিক্ষুব্ধ ইতিহাস।
নেই কোনো অবকাশ, কখন ব্যস্ত কখন উন্মত্ত
কখন বা নির্বাক নির্জনতার প্রকাশ।
কত বিদ্রোহ, কত বিপ্লব কত সংগ্রামী
চেতনা আমাতেই দাঁড়িয়েছে রুখে।
কত অভিসার বিরহ কাতর অশ্রুরভার
আজও সঞ্চিত এ বুকে,মৃত্যুহীন মৃত্যু শোকে।
বদলেছে সময় রাজা বাদশার
বদলায়নি তবুও এ পাষানের অবস্থান।
আমি আছি আমি রব তোমাদেরই হবে প্রস্থান।
আমি রাস্তা আমাতেই আস্থা দেশ ও দশের।
আমার রুপেই প্রকাশিত হয় তোমাদের যশের।
আমি রাস্তা অযত্নে যদি হয়ে যাই শেষ।
দুঃখ করে বলবে সেদিন রাস্তাটা ছিল বেশ।