পুজো এলো এলো পুজো
দোকানে দোকানে ভীড়।
নতুন জামা নতুন জুতো
মন আনন্দে অস্থির।
সাজবে শহর সাজবে গ্রাম
রঙিন আলো আর প্যান্ডেলে।
নাচবে সবাই পুজোর দিনে
ঢাকের বাদ্যির তালে তালে।
গড়বে মূর্তি কোটি টাকার
ঝা চকচকে প্যান্ডেলে।
হাসতো কত নিরন্ন মুখ
পুজোয় নতুন জামা পেলে।
ছিন্ন বস্ত্রে দিন কাটে যাদের
শহরের ঐ ফুটপাতে
তাদের যেনো নিরন্ন মুখে
দুবেলা দুটো ভাত জোটে।