নারী মানে মা নারী মানে বোন
নারী মানে প্রেয়সী একান্ত আপন জন।
নারী মানে স্নেহ নারীই প্রিয় কন্যা
প্রেম,প্রীতি ভালোবাসায় নারী অনন্যা।
নারী মানে দেবী নারী মানে পুজা
নারী মানে সিংহ বাহিনী দশভুজা।
নারী লক্ষ্মী নারী সরস্বতী নারীই আদি শক্তি
নারী শান্তি নারী কৃষ্টি নারীই প্রানের মুক্তি।
নারী মানে নারী সম্মানে নারী সকল জাগরনে
নারী কোমল নারী কঠোর বহুমুখী উত্তোরনে।
নারী অর্ধাঙ্গিনী নারী চির সঙ্গিনী
নারীই বিদ্রোহী ঝাঁসী রন রঙ্গিনী।
নারী ধাত্রী নারী সাবিত্রী নারীই ধরিত্রী
নারী বসুন্ধরা নারী মীরা নারীই জন্মদাত্রী।
নারী পদ্মাবতী নারী রাধিকা
নারীই লাস্যময়ী স্নেহময়ী বালিকা।
নারী মীরা নারী বীরা নারীই নিবেদিতা
নারী প্রান নারী মান নারীই মাতা সীতা।
নারী টেরেজা নারী কাদম্বিনী নারী সুলতানা রাজিয়া
নিজ হস্তে স্বীয় অধিকার আনিয়াছে ছিনিয়া।
নারী জয়গান নারী প্রতিদান নারীই নূরজাহান।
নারী মহীয়ান নারী অবদান
নারীকে কভুও করিও না অসম্মান।
নারী অপলা,ঘোষা, সংহমিত্রা কিংবা বিশ্ববারা।
তবুও আজ বহু নারী লাঞ্ছিত তীরস্কৃত দিশেহারা।
নারী অবহেলিত নারী শোষিত ভূলুণ্ঠিত
নারী নিষ্পেষিত নারী বঞ্চিত,অবদমিত।
মুছে যাক প্রভেদ কেন এই বিভেদ নারী না পুরুষ।
বিশ্বসংসার দেখুক কেবল রক্তমাংসের "মানুষ"।
দিকে দিকে আজ বর্ধিত হোক তাই নারীর মান
সর্বক্ষেত্রে প্রতিটি নারীই পাক তার যোগ্য সম্মান।