রৌদ্রে ভেজা জীবন এখন ম্লান।
স্মৃতির ভীড়ে তুই দিয়েছিস পাড়ি।
আমিও গেছি ছুঁটে মেঘের অভিমুখে
অনায়াসে আজ বৃষ্টিতে ভিজতে পারি।
গোধূলি স্নাত বিকেল এখন ম্লান
তুই তো বেশ আছিস অনেক সুখে,
সব কিছুতেই হাসি পায় তোর।
আমিও আছি বেশ হাস্যমুখে।
জীবনটা তোর শুধুই হাসি খেলা
হাসির ভিড়েও কান্না লুকিয়ে ঐ।
সেটা কেবল আমিই শুধুই জানি
জীবন যুদ্ধে তোকে হতেই হবে জয়ী।
সহসা তুই কাঁদতে পারিস বটে
আমার হৃদয় কেবল পাষাণ।
তাই তো দূরে সরে গেলাম আজ।
সকল স্মৃতি করে দিয়ে ম্লান
হাসি খুশিতে থাকিস বারো মাস।
জ্যোৎস্নাময় নিশিত এখন ম্লান
চাঁদটাও আজ বড্ড একা যেন
ভীড়ের মাঝে হঠাৎ একা হলে
পেছন ফিরে দেখিস তবে হেন
দাঁড়িয়ে আছি আগের মত আমি
হাস্যমুখে বলব আমি তোকে
তুই আজও আমার কাছে খুব দামী।