নাম তার ক্যারাটে জন্ম জাপানে হয়
এই আর্ট শিখলে হবে তুমি অকুতোভয়।
বিপদের মুখে যদি নিজেকে বাঁচাতে চাও
অবিলম্বে নির্দ্বিধায় ক্যারাটে শিখে নাও।
খালি হাতে কিভাবে করবে আত্মরক্ষন
এটাই অনুশীলন ইহাই মূল প্রশিক্ষণ।
যদি হয় দ্বিহস্ত সম ভাবে রপ্ত
অনুশীলনে হয়ে ওঠে তারা সম দক্ষ।
প্রয়োজন হবে নাতো বাহ্যিক অস্ত্র।
শত্রু নিধনে জানবে হস্তই যথেষ্ট।
জাপানি ভাষা তাই বুঝে নিতে দ্বিধা নাই
ক্যারাটের বহুমুখী বিচিত্র প্রতিশব্দ।
এক ঘুষিতেই হবে জব্দ, শত্রু নিঃশব্দ।
ঘুসি কে "সুকি" বলে,লাথি কে "গিরি"
এক "গিরি" তেই স্তব্দ শত্রুর দাদাগিরি
ব্লক কে "উকে" বলে দাড়ালে "ডাচি" হয়।
কাটাতে সর্ব ভয় রয়েছে যুদ্ধাভিনয়
জাপানি ভাষায় যাকে "কাতা" বলা হয়।
অভিজ্ঞ যারা হয় দীর্ঘ প্রশিক্ষণ লয়
সাদাতে শুরু হয় কালোতে সর্ব জয়।
পাল্টে পর্যায় ক্রম,পরিবর্তিত হবে বেল্টের রং
বর্ধিষ্ণু হবে শৌর্য, বীর্য,ধৈর্য ও পরাক্রম।
গড়তে শক্ত হাত রয়েছে "নাকেল" পুশ-আপ
রয়েছে ফাইটিং বিবিধ জগিং রয়েছে স্লাপ।
আছে হেথায় পরাজয় চোট আঘাতেরও ভয়।
তবে তা কিছু নয় নির্ভিক চিত্তে করিবে জয়।
রয়েছে ধ্যানস্থ মন শিখবে আত্মনিয়ন্ত্রণ
সুস্থ হবে শরীর সাথে নিয়ন্ত্রিত ওজন।
তাই তো বলি ভাই ক্যারাটে শেখা চাই
হোক শত পরাজয় থাকুক না আঘাতের ভয়
গড়তে দেহ মন সুস্থ সারাক্ষন
ক্যারাটে শিক্ষার তাই খুবই যে প্রয়োজন।
লাগুক শত আঘাত ঘটুক রক্তপাত
ক্যারাটে চিরদিন তবু অম্লান হয়ে থাক।