আজ ছিলো হেলথ্ ক্যাম্প রাজার হাটে।
নানা বিধ উদ্যোক্তারা ছিলেন তার সাথে।
শিবনন্দ হেলথ সোসাইটি এবং রোটারি হেরিটেজে আজাদ নগর স্পোর্টিং এর উদ্যোক্তারও ছিলেন বেশ।
স্বাস্থ্য পরীক্ষা,চক্ষু পরীক্ষা সাথে রক্তদান শিবির
জাতি ধর্ম নির্বিশেষে জমে ছিলো ভীড়।
যোগা থেরাপি ছিলো,সাথে কাউন্সিলিং।
ফিজিওথেরাপি তথা ন্যাচারোপ্যাথি হিলিং।
এছাড়াও ছিলো সেথা রক্ত চাপ ও শর্করা পরীক্ষা।
এরোমা ম্যাসাজেরও ছিলো নিখুঁত অভীক্ষা।
অনুষ্ঠানের কান্ডারী যিনি ধরেছিলেন সামগ্রিক হাল
তিনি মোদের সকলের প্রিয় ড.সুব্রত পাল।
এছাড়াও ছিলেন সেথা শ্রদ্ধেয় ডাক্তার শ্রী স্বরুপন।
সর্বত্র সবেতেই ছিলো তার নিখুঁত পর্যবেক্ষণ।
আরও কিছু ডাক্তার ও সহযোগী ছিলো সাথে
সকলকেই ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল হতে।
সকালেতে ছিলো কিছু হেলদি ব্রেক ফাস্ট।
দুপুরেতে ছিলো সেথা সুস্বাদু লাঞ্চ।
অনুষ্ঠানের শেষে ছিলো সংবর্ধনা
সার্টিফিকেট, উত্তরীয়, পুষ্প স্তবকে হল অভ্যর্থনা।
তারপর শেষে মোরা ফিরলাম ঘরে।
কেউ এলো বাসে, কেউ বা গেল টেক্সি করে।
এইভাবেই কেটে গেল এক স্বরণীয় দিন।
এগিয়ে চলুক শিবানন্দ হেলথ সোসাইটি মানুষের স্বপ্ন করে রঙিন।