সেই প্রাচীন বট নেই আজ আর,শঙ্খ ধ্বনিতে গৃহপ্রবেশ
গ্রাম্যতা আজ মুছে গিয়েছে নব শহরের নব উন্মেষ।
কলুষিত বাতাস ছেয়েছে আকাশ রাঙা মাটিরও অন্তিম শ্বাস।
শান্ত দীঘিজল ফেলে আখিজল করে উপহাস,দীর্ঘশ্বাস।
কংক্রিট চাদরে ঢেকেছে মাঠ,বিলুপ্ত হাট নবনির্মিত রাস্তাঘাট।
গ্রাম্য সবুজ ফিকে হয়ে আসে শহুরে বিলাসিতায়।
স্বপ্ন হ্রাস,পরে দীর্ঘশ্বাস গাছেদের শুষ্ক পাতায়।
ইমারতে ঢেকেছে পুষ্করিনী ক্লান্ত চাঁদেরও নেই নিস্তার
শহুরে আকাশ ঢাকা পরে চাঁদ,কালপুরুষের নেই বিস্তার।
পাখিরাও আজ লুপ্ত প্রায়,বন্যেরা দিশেহারা।
উত্তর আকাশে উধাও আজ প্রশ্নকারী ধ্রুবতারা।
ক্লান্ত পথিক খোঁজে সেই বট
যে বটের ছায়ায় ঘুমিয়েছে জীবন।
কত স্নেহ,কত মায়া,কত আপ্তীয়তায় দৃঢ় বন্ধন।
আশ্রয়ে তরুতলে কত অসহায় বিপন্ন প্রান,
কত কাকলি,কত কলতান সবই আজ হয়েছে ম্লান।
আজও কত গ্রাম ঘুমিয়ে শহুরে ইতিহাসে
শহর যেন গ্রামের স্থায়ী কবর স্থান।