আজ ২৫ শে বৈশাখ
আসুক না ফিরে আবার রবীন্দ্রনাথ।
সর্ব দুঃখ বিষাদ যন্ত্রনা করে ম্লান
ধ্বনিত হোক চির শাশ্বত শ্রুতিমধুর গান।
আসুক ফিরে কবিগুরু আবার
নিয়ে বিচিত্র কাব্যের স্বরণীয় সমাহার।
নাট্য গল্প সঙ্গীত আর উপন্যাস
সৃজনশীলতার হোক পুনঃপ্রকাশ।
জোড়াসাঁকো সেজে উঠুক নতুন সাজে
কিশলয় মুখরিত নবোল্লাসে।
জড়তা দীনতা নীচতার হোক অবসান
চিরঅম্লান রবিঠাকুর তুমি মুক্তপ্রান।
কবিগুরু ফিরে এসে লহ আপন স্থান
জানাই বিনম্র চিত্তে শতকোটি প্রণাম।
নিয়ে উন্মুক্ত শিক্ষার অধিকার
আদর্শ সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার
আসুক না ফিরে রবিঠাকুর আবার
নিয়ে বহুমুখী বিচিত্র সাহিত্য উপহার।
কথা সুর গল্প কবিতা সকল সাহিত্যে
রবিঠাকুর বেঁচে থাকুক সকল চিত্তে।
নিভৃতে মিনতি করি হে ২৫ শে বৈশাখ
ফিরিয়ে দাও আবার কবিগুরু রবীন্দ্রনাথ।