এমন এক দেশ চাই থাকবে না বিভাজন
রীতি নীতি এক হবে,পর হবে স্বজন।
আনকোরা সেই দেশের থাকবে না সীমানা
কাঁটাতার মিশে যাবে হবে এক ঠিকানা।
এমন এক দেশ চাই নাম যার অখণ্ডতা
মুছে যাবে দ্বন্দ্ব, হিংসা আর দীনতা।
হৃদয়ের বৈরীতা মিশে যাবে হৃদ্যতায়
মানুষের পরিচিত হবে স্বকীয় মানবিকতায়।
এমন এক দেশ চাই থাকবেনা পাসফোর্ট
রাজা প্রজা মিশে গিয়ে হবে সব এক জোট।
সম্প্রীতি যেথা এক সুরে বাহুডোরে বাঁধবে
মানুষের দুঃখে নিজ প্রান অকাতরে কাঁদবে।
এমন এক দেশ চাই পরিপূর্ণ যা স্নেহ,মায়ায়
জাতি, ধর্ম,বর্ন মিলিত হবে একই ছত্র ছায়ায়।
শিশুদের ভবিষ্যৎ হবে সুস্থ, সুরক্ষিত
পরিবেশ হবে যেথা উন্মুক্ত,পরিশ্রুত।
এমন এক দেশ চাই যেন পরিচিত প্রিয়জন
যার লাগি কাঁদবে প্রান সর্বদা সর্বক্ষন।
জানি সেই দেশ আজ হয়ত ইউটোপিয়া
জুড়ে যাক মহাদেশ ফিরে আসুক প্যানজিয়া।