আজও গাঙচিলের ডানা বেয়ে নেমে আসে ধূসর গোধূলি
হাতছানি দেয় জাম,হিজল আর অশ্বত্থের সবুজ বনানী।
আজও ভোরের দোয়েল পাখি বসে পত্রের ছত্র ছায়ায়।
শ্যামার নরম গান এখনও মুখরিত হয় অসীম মায়ায়।
আজও শিশিরের শব্দের মত ধূসর সন্ধ্যা নেমে আসে।
ভাটফুল আজও পা জড়িয়ে শোকার্ত বেহুলার পাশে।
আজও বনলতা সেন অপেক্ষা করছেন মুখোমুখি বসিবারে।
আজও রূপসী বাংলা সজ্জিত হয় প্রকৃতির অলংকারে।
আজও সুচেতনা দূর তর দ্বীপ
পৃথিবীর গভীরতর অসুখ হয়নি তো ক্ষীন।
আজও আকাশে সাতটি তারা ওঠে
শাল পলাশের নির্জন বনে হরিনেরা ছোটে।
তোমারই স্মৃতির তরে মৃত্যুহীন কবিতার ভীরে।
হে কবি প্রিয় কবি জীবনানন্দ আবার আসিবে কি ফিরে নিয়ে নব ছন্দ?