ব্যস্ত জীবন চাঁদের হাট
ডাকছে তবু সবুজ মাঠ।
বাড়ছে বয়স কিসের লাজ
মাঠে নেমে খেলবো আজ।
থাক না পরে সকল কাজ
খেলার বেশে সাজবো আজ।
সবল দেহ আর সুস্থ মন
মাঠে নামার যে খুব প্রয়োজন।
সময় পেলে তাই নামি মাঠে
সবুজ ঘাসে কচিকাঁচা দের সাথে।
খেলার মাঠে নেমে আনমনে
ফিরে যাই শৈশবের চেনা সেই দিনে।
মেতে উঠি কোলাহলে আর আনন্দে
উচ্ছ্বাস আর দ্বন্দ্বে জীবনের নব ছন্দে।