ক্লান্ত শহর অলস দুপুর জীর্ণ স্মৃতির ভীড়।
আবছা আলো গোধুলি বিকেল ভাবনারা অস্থির।
ফিরে গেছে মেঘপিওন ঠিকানা নিরুদ্দেশ
তখনই আগত "আষাঢ়" নিয়ে নব উন্মেষ।
মুছে গ্রীষ্মের ক্লেষ কেশবতী কন্যার বেশ
ছন্নছাড়া মেঘেদের নব মায়াবী আবেশ।
বিদ্যুৎ ঝঙ্কার যেন অলঙ্কার বইছে সমীরন
বইছে ঢেউ যেন চেনা কেউ বৃষ্টির আভরণ।
নদীর বুকে উঠেছে ঢেউ বৃষ্টি আষাঢ় মাস
ফুলে ফলে উঠেছে সেজে প্রকৃতির ক্যানভাস।
আষাঢ়ের ক্যানভাসে প্রকৃতির নব সাজে
হৃদয় বীনাতে এক সুমধুর সুর বাজে।
সারাদিন টিপটিপ কখন বা সবিরাম
কখন না রিমঝিম কখনও বা নয়নাভিরাম।
অবিরাম বারিধারা পক্ষীরা নীর হারা
হারানো স্মৃতির ভীড়ে কেউ বা মনমরা।
সব রঙ মুছে যায় কারও বুক ফেটে যায়
বন্যায় ভেসে যায় ছোট তার কুঁড়ে ঘর,
মন ভাঙে বাধ ভাঙে,ভেঙে যায় বালুচর।
মাঠ ক্ষেত ভরে যায় মহামারী ছেয়ে যায়
অনাহারে কত লোক অসহায় মারা যায়।
প্রকৃতির নবরূপে কেউ বা আত্মসুখে
কারও বা কাটে দিন সীমাহীন অভিশাপে।
নিরন্নে কাটে দিন কেউবা কর্মহীন
কেউবা চিত্তসুখে হয়েছে আত্ম বিলিন।
আষাঢ়ের ক্যানভাসে কাটে দিন হর্ষ ত্রাসে
প্রানোচ্ছ্বাস অভিলাষে সুখ-দুখ দুই আসে।