কত নিষ্ঠুর, কত নির্মোহ ভালোবাসার অভিমান,
এতো কাছে তবুও কেন এতো ব্যবধান।
এতো ভালোবাসার পরেও কেন ভেঙ্গেছে মন,
ভালোবাসার নামে কেন এই নিদারুণ প্রহসন।
রক্ত-দেহে গড়া সেই তুমি আর আমিইতো আছি,
সময়ের অজানায় তুমি নাকি আমিই বদলে গেছি।
বৃষ্টিভেজা পথ দিয়ে পাশাপাশি হাত ধরে,
ভালোবেসে এতো দূর আসার পরে,
আমায় একলা রেখে কেন তুমি চলে গেলে।
চলে যদি যাবেই তবে কেন কাছে এসেছিলে,
প্রহেলিকায় কেন আমায় মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে।
আসো ফিরে তুমি আবার আমায় ভালোবেসে,
তুমি বিনে প্রেমদাস আমি যে যাবো মরে।