আমি পুরুষ হয়ে কেন নারীবাদী হলাম
তা তুমি জানতে চেয়েছ, তাই না?
তবে শোন, মনোযোগ দিয়ে শোন,
এক নারী আমায় জন্ম দিয়েছে
তাই নারীদের নিয়েই কথা বলি।
এক নারী আমায় ভালোবাসতে শিখিয়েছে
তাই নারীদের নিয়েই কাব্য লিখি।
দিন শেষে রাত্রি হলে আমি
নারীদের কাছেই গমন করি।
আমি নারীতেই বাঁচি নারীতেই মরি,
নারীত্বেই আমার অস্তিত্ব অনুভব করি।
হতাশার মাঝে নারী ই আমায়
পথ চলার প্রেরণা যোগায়।
নারী আমার সংসারের
অবিচ্ছেদ্য এক অংশ,
নারী ছাড়া আমার জীবন
একেবারেই বিকলাঙ্গ।
♣♣♣♣♣
০৯/০৭/১৮ইং