আজি মনটা যেন শরৎের মেঘের মতো,
স্মৃতিগুলো দল বেঁধে কোথায় হারিয়ে যাচ্ছে।
কোথাকার কোন অজানা অনুভূতি তাহার কুঠিরে বাসা বাঁধছে।
আসিছে কত পুরনো যত কল্পনা জল্পনা,
আঁকিছে তাহারি উঠোন জুড়িয়া আঁকিছে আলপনা।
হৃদয়ে আজি বহিছে যেন অচেনা ফাগুন হাওয়া,
স্মৃতিগুলোকে সে করিছে যেন এক অজানা পথে ধাওয়া।
তাহারি সাথে দল বাঁধিছে রঙিন স্বপ্ন আশা,
তারই পাণে হাত বাড়াইছে টুকরো ভালোবাসা।
কখনো আজি পরিছে মনে শৈশবের যত স্মৃতি,
কখনো আবার ভরীছে আভায় কৈশোরেরই জ্যোতি।
আজিকের এই স্মৃতির অবনী হয়ে গেছে সংকীর্ণ,
হৃদয় অলিন্দের দেয়ালটাও আজ হইছে জীর্ণ শীর্ণ।
হঠাৎ করে মলয়া সমীর গায়ে দিল দোলা,
একনিমেষেই হারিয়ে গেল রূপকথার এই ভ্যালা।
চাহিয়া দেখি পূর্ব দিগন্তে ওঠিছে কিরণমালী,
বাতায়নে উঁকি মারিছে রৌদ্দুর একফালি।
চারিদিকে আবার শুরু হয়ে গেলো বাঁচার কোলাহল,
জীবন সংঘাতে বেরিয়ে পরিলাম বাঁধিয়া দলে দল।