শরৎশশীতে আজি গগণে চলিছে মৃদু আলোর খেলা,
চন্দ্রধারার কিরণ কণায় ডালা সাঁজাইছে,
বরিতে রূপ রমণীর ঐ ভ্যালা।

নিস্তব্ধ চারিদিক  জন শূন্য নাহি কোলাহল,
প্রকৃতির এই স্নিগ্ধ মেলায় সবে মিলিছে দলে দল।

ঝিঁঝিঁরেরা আজি বিনা বাদকে ধরিছে মধুর গান,
জোনাকিরা তালে তালে জ্বলিছে নিভিছে,
চলিছে রূপের সুধা পান।

কাঁশবনে আজি বহিছে যেন নব নৃত্যের আসর,
বাতাসেরা তাই করিছে আনাগোনা, দিয়ে নতুন পাখায় ভর।

ইন্দুমনি তাহার দেখিছে বদন মুক্ত ধারার জলে,
মেঘেরা আজি দূরে মারিছে উঁকি,
মুখ ঢেকে আঁচলে।