কতো কষ্টের গিরি,
অন্যায়ের কালো নিশান ছিঁড়ি,
ক্ষুব্ধ রাগ আপনার মনে বধ করি।
আমি যে এই নিখিল বিশ্বের এক সুপ্ত ভ্রমচারী।
হাসি মাখা মুখে, সুখ বিলায়ে,
আপনার পথে লড়ি।
হাজারো লাঞ্ছনার পাশ কাটায়ে,
মৈত্রীর হাত ধরি।
আমি যে এই নিখিল বিশ্বের এক সুপ্ত ভ্রমচারী।
ওমরের তরবারি দিয়ে আঘাত হানিয়া,
ন্যায়ের পথ ঘরি।
কৃপণের ভাঁড় ছিনায়ে নিয়ে,
অসহায়েরে বিলি করি।
আমি যে এই নিখিল বিশ্বের এক সুপ্ত ভ্রমচারী।
আজ দুর্নীতির সব মহড়া চলিছে ,
তাই দুঃখ ফেরি করি।
স্বপনের সেই স্বর্গ তাই ,
আপনার মনে গড়ি।
আমি যে এই নিখিল বিশ্বের এক সুপ্ত ভ্রমচারী।