সুর্য সেদিন নাইতে নেমেছিলো এক চরা নদীতে
দু’হাতের মুঠোই দু’টি নক্ষত্র ঠোঁটে ছিপমাখা হাসি
নক্ষত্রদের গ্লাসভাঙা আতঙ্ক সূর্য বুঝি  মৎস্যসেলাই কেটে
উড়ে যাবে আকাশে...

সতের ফেব্রুয়ারি  একুশে ফেব্রুয়ারির ছোট বোন
বয়সে কতই বা কমবেশি হবে বড় জোর তিন পৃথিবীর গড়আয়ু
অথচ লাবণ্য রেখায় আশ্চর্য রকমের মিল
যেনো ইরানি জমজ বোন
সূর্য আজো আসে নক্ষত্রদের আলো দিতে কিন্তু সেলাই হতে চাই না।



(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)