আবার শিশু হলাম গেছো দাঁতাল শিশু
সেলুনের কাঁচি ক্যাচ ক্যাচ করে কেটে ফেলে সাদা চুল দাড়ি গোঁফ
আর মগজের বাঁধন
আয়নায় দেখি কালো চাদর বেয়ে ঝরে পড়ে সূর্যের ডিমগুলো
দু’হাত দু’বালকের মুঠোয় বন্দি যেন অপারেশন থিয়েটারে জ্ঞান ফেরা রোগী

কয়েনকষ্টগুলো একটা করে জমা করি মাটির গোলকে
নোটকষ্টগুলো রাখি বুকপকেটে কলিজার পাতা ছুঁয়ে
নোটকষ্ট প্রতিদিনের পকেট খরচ আড্ডার টেবিলে--
গোলক ভেঙে কয়েনকষ্টে কিনে নিই আলতাপাড়ে জীবন
কুয়াশার ঢেউয়ে লালপাড় হয়ে যায় গোলাপী তারপর ফিকে কাফন

মা বলতেন একটা এক্সিডেন্টে হারিয়েছি সংসার, বয়স, গনগনে দুপুর
আবার এক্সিডেন্ট হলে নাকি সব ফিরে পাবো তাই
এখন সময় কাটে এক্সিডেন্টের অপেক্ষায় সড়কের উপর।


(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)