জীবন এক উলঙ্গ দুপুর
নদীর গায়ে রাখাল বালকের ছবি
মাটি খুঁড়ে একটা বিকেল হাতড়ানো
জীবন একজোড়া ক্ষুধাতুর চোখ
তালপাতার বাঁশি আর লাউয়ের ডুগডুগি
একটা বৃক্ষ ফেঁড়ে আরেকটার লেজ বের করা
জীবন মানে নির্জন অন্ধকারে একটা ঘোঁতঘোঁত শব্দ
নিজে নিজেকে ধর্ষণ করা ঘুমের ভেতরে বিলিকেটে ফিরে আসা
কালো আঠালো নিশ্বাস
জীবন মানে তুমি তোমার লালপাড়ে শাড়ি কচি ঘাস
আমি আমার মা সাদা শাড়ি দীর্ঘশ্বাস।
(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)