ভিখেরি সুর যেদিন প্রথম রোদে ভিজেছিলো
সেদিন মিষ্টি গন্ধের নিকেলে পোড়া একটা স্মৃতির কাঁটা
বুকের পাটাতন ভেঙে তৈরি করে তৃষ্ণার ভূগোল
শব্দ আর রোদ কুড়িয়ে ভরে যুবতি বায়োস্কপ
কবিতার শরীর নিংড়িয়ে ঝরে যায় কচি পাতার সবুজ
অভিমানি মেঘ বুনে বৃষ্টির নূপুর ছুঁয়ে যায় ছন্দের দেয়াল
আহত ঘাসফড়িং খোঁজে রংধনু ধারাপাত…
বিক্ষুব্ধ লাভায় সেদ্ধ হয় সমুদ্রবাসি
রক্তসমুদ্র সাঁতরে ফিরে পাড়ে
আগুনের হাতুড়ি ছিন্ন করে মগজের বাঁধন
তলিয়ে যায় আবার জ্বলন্ত রক্তের ঢেউয়ে
ক্ষুধার চামুচ চষে শৈবালস্মৃতি
তৃষ্ণার মরুভূমি আটকে যায় ঘাসের প্লেটে।