আগুনের জিহ্বা ছুঁয়ে থাকে ঘর্মাক্ত চিবুক
ফুটন্ত আঙুল চোখের মনি পৌরষত্ব অ্যালকোহল হয়
যুবতী কেতলির ভেতর-- স্বপ্নবাষ্প উড়ে বাঁকা হাড়ের ক্যালসিয়াম মেখে
তবু ভালো লাগতো মদেলা শিহরণ মৃদু কম্পন নন্দাপোড়া আলিঙ্গন--
দামি চশমা ঘড়ি কলম সার্টিফিকেট সরকারি বয়স
আলুঘন্ট হয় চামুচের দাঁতে-- লাল গাভির দুধ চিনি সবুজপাতির ঘ্রাণ
কামড়ে ধরে বাসন্তি ঠোঁট-- হাঁ করে থাকে অপেক্ষমাণ খাবার টেবিল খাট
পুষ্টিহীন বালিশ রাখিতুলার লেপ রাতজাগা মায়ের অস্থিরতা
তবু ভালো ছিলাম হরিণী উষ্ণতাকে জড়িয়ে রাজহংসি কাপে।
খুব কষ্টে আছি তাতা পাকস্থলিতে--
অবৈধ খাবারের সাথে মেলামেশা একই বিছানায়
এখন আমাকে গাঁথুনি করা হবে রক্তকণিকা এবং কোষপাথরে।
(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)