আর কতো বসে থাকা ঢেরাঘোরা পথে
অনাহূত অশ্বারোহী। বিরানী থালায়
কুয়াশার ডিম তাই হৃদ্যতার সাথে
জানায়, জীবনক্ষুর আজ ঘষা যায়।
কালের শরীর ক্ষত নিশ্বাস ছুরিতে
রক্তমধু স্বাদ লাগে চেটে চেটে খায়---
প্রজাপতি স্বপ্ন বাঁধে রঙিন ডানাতে
সব রঙ খসে পড়ে ঝড়ো হাওয়ায়।
ভাঙা চালার ভেতরে তারার মিছিল
খেলেনি কখনো যার-- বড় ভাগ্যহত
জীবন মানে বোঝে না কী সে গরমিল
নারী ও শারাবে আয়ু গিলে কত শত--
মরা নদীর ঢেউয়ে অশ্বারোহী জাগে
শুকনো সে পাড় তবু চেটে স্বাদ লাগে।
(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)