কাফনের কোলে ভাসে কালের কফিন
নিঃশ্বাসের ভারে কফিনের কোমর প্রায় ডুবুডুবু
বারোয়ারি চিল তবু ঘুড়ি ওড়ায় জুয়ারি হাওয়ায়  
সব নিঃশ্বাসগুলোই বুফের জাঁতাপেষা ডিম্বানু
প্রতিটি মুহূর্তে মস্তিস্কধর্ষণে ফোটায় ভৈরবিভ্রুণ  
দিন বেড়ে ওঠে দিনের কোলে
রক্তমাংসো ঘিয়ে ভেজে রাঙপাতা বিকেল
ছুটে চলে দুধের কফিনে
কে জানতো দিনকে হত্যা করবে রাতের চাঁদ
এতোকাল সবাই চাঁদের রূপকাঁথায় মাথা মুড়িয়ে
পাড়ি দিয়েছে যুগান্তর
কারো জানা ছিলো না হিংসুটে চাঁদের মস্তিস্কনামা  


রাতের গর্ভে জন্ম নেই কোটিকোটি রাত
ভিখেরি থেকে রাজা
রাজা থেকে রাজ্যখেলা
সব খেলার সিজারিয়ান ও নরমাল ছাড়পত্র এই রাতেই
আবার বৈশ্ববিক তাড়নায় রাতজিবিরা রাতকে বেচাকেনা করে রাতের হাটেই
একটা শৈত্যচিত্রের জন্ম দেখার অপেক্ষায়
চোখের পাতায় ঝলসে গেছে কিশোরী রাত
কে জানতো রাতকে হত্যা করবে দিনের সূর্য
এতোকাল সবাই রৌদ্রপাতা কুড়িয়ে ভরেছে যুবতি ঝাঁকা  
কিন্তু মেজাজি সূর্যের ভাঙচুরনামা জানা ছিলো না কারো
আমরা সবাই দিন ও রাতের ভিখেরি--