আমি তোমাদেরই অত্যাচারিত এককোষি বৃক্ষ
পৃথিবীর শুরু থেকে তোমাদেরই ছায়াগুলো জমা করেছি
আমি সারাক্ষণ ক্ষুধিত তাই দেহমনে জ্বলে জাহান্নাম
তোমাদের দামি খাবারের প্লেটে কখনো বসার সুযোগ দাওনি
সাবান আর হ্যান্ড স্যানিটাইজারের ফাঁসে ঘেউঘেউ করতো আমার গলা
সময়টা এখন আমার নাটকের চরিত্রগুলো আমারই ছায়ার ফ্রেমেবন্দি
আমি এজিদের ঝোলসে ওঠা তরবারি
তাই এক গ্লাস অন্ধকার কিনে নিই ঘুঘুচরা রোদ্দুরের বিনিময়ে
হেরেছি না জিতেছি জানি না
দুটি নদীর জোয়ার ঠেকিয়েছিলো কোরেনটাইনের কিছুটা সময়
কৌরজগতে উড়ে উড়ে দেখিয়েছে গভীর দহনক্ষেত
তারপর ভাটার টানে... পশ্চিম আকাশে ওঠে ভোরের হুইসেল
আমি হলাম বৈঠাহারা আর তুমি তখন খাচ্ছিলে গোসলের গরম জলের বাষ্প।