কে কী খাবে খাও নোনতা না মিঠায়
চোখ গা-মোচড় দেয়- নোনতায় এসিডিটি বাড়ে
দেশি বন্ধ্যা হালিম ভুঁড়ি মন্দ না
মনের সেখানে বিস্বাদ-
চায়না হলুদ চাপাতি আর
ফিলিপাইনি কিশোরী আঙ্গুল ভাজা ভারী মজা
নাককে অনেকটা পেটুক দেখালো কিছুটা পশুর আচরণ
দামদর না জেনেই টপাটপ গিলে যায়
পাকস্থলির ছোট্র অভিযোগ- ওসব ডাবল গরম--
এই ব্যাটা আফ্রিকান জরায়ু চটপটি হবে?
স্যার এ্যহেন জরায়ু জবেহ হয় না
আত্মার আবার গরহজমি--
বয় ফ্রীজের ঢাকনা খোলে- রক্তমাখা গোলাপি
জাংগের কাঁচা ঘ্রাণ উড়ে গেলো
আমি সারাদিন মাংসহাটি ঘুরে
শূন্য থলে হাতে বাড়ি ফিরি।
(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)