তিন পৃথিবীর মাঝখানে জ্বলছিলো একটা অভিমানি র্সূয
যন্ত্রণার ধারাপাত পড়তে পড়তে
হঠাৎ করেই বন্ধ হয়ে গেলো সব আলোর দুয়ার
তুষার ঝড়ে হিম হয়ে ওঠে চোখের পাতা
পৃথিবীরা সরে গেলে সৈকতে আছড়ে পড়ে ক্লান্ত সূর্যের সব রঙ
কাফনখাতায় শূন্য ফলাফল খায় বরইপাতা
নারীসিদ্ধ মন হেঁটে যায় শব্দের বালিশের ওপর দিয়ে
বর্ণমালা চাষ করে বোঝায় করে ভাতের গোলা
নেমে আসে একঝাঁক সন্ধ্যা
মেঘের ছায়ায় স্বপ্নচূড়ায় ঘুমায় রাতের ঘড়ি
প্রজাপতি ডানায় মিছেই ছোঁয়ায় তুলির চুম্বন।