জুয়ারি উঁইপোকা ঋণের পকেট কেটে তৈরি করে ভাতাড়ি মানচিত্র
মেমোরি কার্ডে ধার করা সুর ফেনা তোলে আমরণ
জীবনতো একশিশি এ্যালকহল শুধু রঙিন চশমার মতো রঙ বদলায়
প্রেয়সীর আঙুল ভাজাপটল তাতে তৃষ্ণা মেটে ক্ষুধা মেটে না
মাঝে থেকে পুড়ে গেলো কয়েকমুঠো সুর থেঁতানোগলা নিংড়িয়ে
ঋণের পকেটে জমেনি কোনো হাতখড়ি স্মৃতির গোলক কুড়িয়ে
পেয়েছি কিছু টুকরো প্রেমকাঠি
প্রেম থেকে কবিতা আর কবিতার শরীর মাড়িয়ে সুরের নদী
সুরের নদীতে ডুব দিয়ে উড়ে গেলো একঝাঁক বলাকা
আকাশ সাঁতরিয়ে ডানাঝাড়ে কুয়াশার তিরে
রক্তখচিত মানচিত্র খসে পড়ে আহত ইতিহাসের লেকে
শিশু থেকে স্বামী বাবা থেকে মৃত্যু তারপর কী হলো জানি না....


(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)