মা, তোর কাছে জগৎ শিখতে চাই--
সব প্রাণীর খাবার এক হাঁড়িতে রান্না হয় না কেনো?
মা, তোর কাছে জীবন শিখতে চাই
ল্যাংড়া কুকুরটা আমার কে?
প্রতিদিন ডাস্টবিনে খাবার ভাগাভাগি করে কেনো?
মা, তোর কাছে সমাজ শিখতে চাই--
পাখরা বেড়ালটা আমার কে?
প্রতিদিন মাছের কাঁটা এনে দেয় কেনো?
মা, তোর কাছে সংসার শিখতে চাই--
ওরা কী আমার বাবা?
যারা প্রতিদিন এলাচ চিবুতে চিবুতে আসে আর
পিয়াজের গন্ধ পকেটে নিয়ে ফিরে যায়...
(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)