আকাশ পৃথিবী মুখোমুখি বসেছে
চোখ-কপাল বেজাই টানটান
মাঝখানে মিষ্টি গন্ধ ভেজা বাতাসের একটা পর্দা--

আকাশপুরীরা সবাই এসেছে নীল সবুজ পোশাকে
আদি গ্রহ দু’টিকেও দেখা গেলো প্রকৃতিকে আলিঙন করতে
পৃথিবীতে পাটাতন ভাঙার শব্দ শোনা গেলো-- সবুজ ঘাসের
বুক ফেঁড়ে বেরিয়ে আসে সাদা কালো বাদামী করোটি
কে কার সাথে খেলবে ঠিক হলো-- অভিযোগ উঠলো
চঞ্চলা হরিণীর খুরে ভাঙে কচ্ছোপের ডিম
কচ্ছোপিনী বিরহ ঘষে পোড়াতে থাকে ধুলট মেঘ
একা বড় একা আপন ঘরে--


(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)